শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল এম.এ মাদ্রাসা পাঠানটুলা সিলেটের প্রধান মুহাদ্দিস, এশিয়া উপমহাদেশের অন্যতম শ্রেষ্ট আলিম ইউকে সফররত শায়েখ ঈসহাক আল মাদানীর সম্মানে জামেয়া পরিবার ইউকের উদ্দ্যোগে এক প্রীতি সমাবেশ লন্ডনের দারুল উম্মাহ কেয়ার হাউসে অনুষ্টিত হয়।
২৫ জানুয়ারি ২০২৩ বুধবার বিকেলে অনুষ্ঠিত এ প্রোগ্রাম ইউকের দূর-দূরান্তের অন্যান্য শহর ও লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র শিক্ষকদের সরব উপস্থিতিতে অত্যন্ত প্রানবন্ত ও উৎসবমুখর মিলনমেলায় রুপ নিয়েছিল।
শাহ জাফর ও জাকির হোসাইন মিল্লাত এর পরিচালনায় ও আব্দুল হাই এর সভাপতিত্বে এ প্রাণবন্ত প্রেগ্রাম সূচনা হয় ক্বারী এজাজুল হকের তেলাওয়াতের মাধ্যমে।
বক্তব্য রাখেন জামেয়ার সাবেক ছাত্র আবুল হাসানাত চৌধুরী, সাবেক ভিপিবৃন্দ যথাক্রমে আজিজুর রহমান খান, আছাদ আহমদ, সাঈদুর রহমান শামীম, মুজাহীদ, সাবেক ছাত্র তাজুল ইসলাম, ছুলেমান পীর, আসম ইয়াহইয়া, ইয়াহইয়া আনছারী, এনাম চৌধুরী, এনামুল শাহীন, আব্দুল মুবিন, আব্দুল্লাহ সুহেল, আছাদুল হক, ইমদাদুল্লাহ মাহবুব, আব্দুল কাদির, ইমরান, আলী আহসান মুজাহীদ, ডাক্তার বাহার, ফুদায়েল প্রমূখ।
শিক্ষদের মধ্যে ছিলেন মাওলানা সুলায়মান আহমদ এবং মাওলানা রেজাউল করীম।
উক্ত সমাবেশে শায়েখ মাদানী ছাত্রদেরকে উত্তম চরিত্রবান ও দায়ী হতে নাসীহা পেশ করেন।
শেয়ার করুন