লাক্কাতুড়া থেকে পিকআপ ভর্তি ‘বুঙ্গার চিনি’ ধরলো পুলিশ

সিলেট

 সিলেট মহানগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের লাক্কাতুড়া এলাকা থেকে পিকআপ ভর্তি ভারতীয় ‘বুঙ্গার চিনি’র চালান জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয় দুই যুবককে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির টহল দল চেকপোস্ট বসিয়ে সিলেট নগরমুখী একটি পিকআপ আটক করে। পরে ওই পিকআপের ভেতর থেকে ভারতীয় ৬০ বস্তা চিনি জব্দ করা হয়।

৬০ বস্তায় থাকা ২৯৪০ কেজি চিনির বাজার মূল্য প্রায় ৩ লাখ ৫২ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় ভারতীয় চিনি চোরাচালানের সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়। তারা হলেন- গোয়াইনঘাট উপজেলার পাতনী গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ইলিয়াছ আলী (২৭) ও একই উপজেলার পূর্ব জাফলং মোহাম্মদপুর গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আল আমিন মিয়া (২০)।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে এয়ারপোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *