লাখাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ

লাখাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পরিবর্তনশীল ও শান্তিপূর্ন সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্য কে সামনে রেখে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা লাখাই উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) নাহিদা সুলতানার সভাপতিত্বে ও পজিব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলার ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান। আলোচনা অংশ নেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, মহিব উল্লাহ, মাওঃ সাইফুল ইসলাম, বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,লাখাই রিপোর্টারস ইউনিটির সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, আ’ লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডঃ খোকন চন্দ্র গোপ সহ আরো অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ । সভায় বক্তারা বলেন যার যার অবস্থান থেকে পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেনীর মানুষ কে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজ গঠনের কোন বিকল্প নেই। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ সাইফুল ইসলাম, গীতা পাঠ করেন ফরদাবাদ সপ্রাবির প্রধান শিক্ষক প্রানেশ গোস্বামী

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *