এম ইয়াকুব হাসান অন্তর
হবিগঞ্জ প্রতিনিধিঃ
এস,এস,সিতে পাশের হার ৮৩.২৩। সারাদেশের ন্যায় লাখাইয়ে সোমবার(২৮ নভেম্বর)সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট( এস,এস,সি) ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লাখাই উপজেলা ২ টি কেন্দ্র অনুষ্ঠিত এস,এস,সি পরীক্ষায় অংশ নেয়া ১১ টি বিদ্যালয়ে মোট ১০৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৮৮৬ জন। শতকরা পাশের হার ৮৩.২৩.। প্রাপ্ত ফলাফল থেকে জানা যায় বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০৭জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৭৭ জন এবং জিপিএ -৫ পেয়েছে ৮ জন।পাশের হার শতকরা ৮৫.৫১।রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের ২০৭ জনের মধ্যে পাশ করেছে ১৪৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন। পাশের হার শতকরা ৭১.৯৮। কালাউক উচ্চ বিদ্যালয়ের ১৫৭ জন অংশ নিয়ে পাশ করেছে ১৪৪ জন পরীক্ষার্থী।জিপিএ-৫ পেয়েছে ৮ জন।পাশের হারশতকরা ৯১.৭২। লাখাই এসি,আরসি উচ্চ বিদ্যালয়ের ৯৯ জন অংশ নিয়ে পাশ করেছে ৮৮ জন।জিপিএ -৫ পেয়েছে ১ জন।পাশের হার শতকরা ৮৮.৮৯। বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৪০ জন,পাশের হার শতকরা ৫৪.৭৯. ভাগ,ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ২৮ জনে পাশ করেছে ২৬ জন।পাশের হার শতকরা ৯২.৮৬। ,তেঘরিয়া এস,ই,এস ডি,পি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনে পাশ করেছে ২৮ জন,জিপিএ -৫ পেয়েছে ২ জন।পাশের হার শতকরা ৭৭.৭৮। বেগুনাই মাদনা এস,ই,এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের২৮ জনে পাশ করেছে ২৬ জন।পাশের হার শতকরা ৯২.৮৬। মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের ৬২ জনের মধ্যে পাশ করেছে ৫৭ জন।জিপিএ -৫ পেয়েছে ৫ জন।পাশের হার শতকরা ৯১.৯৪। মোড়াকরি উচ্চ বিদ্যালয়ে ১৪৯ জনের মধ্যে পাশ করেছে ১১৯ জন।জিপিএ -৫ পেয়েছে ৬ জন।পাশের হার শতকরা ৭৯.৮৭। কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ে ৩১ জনের মধ্যে পাশ করেছে ২৯ জন।জিপিএ -৫ পেয়েছে ৩ জন। পাশের হার শতকরা ৯৩.৫৫।
শেয়ার করুন