এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় লাখাইয়ে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ( এস,এস,সি) ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর ও বিভিন্ন বিদ্যালয় এর সূত্রে জানা যায় ২০২৩ সালের এস,এস,সি ও সমমানের দাখিল পরীক্ষায় লাখাইয়ে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৯৫৭ জন।এর মধ্যে এস,এসসি পরীক্ষায় ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ১১৫৩ জন।এতে পাশ করেছে ৯১৪ জন অকৃতকার্য হয়েছে ২৩৯ জন এবং জিপিএ -৫ পেয়েছে ২৭ জন পরীক্ষার্থী।মোট পাশের হার শতকরা ৮৩.০৩ ভাগ।২ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ১৪১ জন এবং পাশ করেছে ৪৩ জন।অকৃতকার্য হয়েছে ৯৮ জন পরীক্ষার্থী।জিপিএ -৫ পেয়েছে ১ জন।বিভিন্ন বিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় লাখাই উপজেলার এসিআরসি উচ্চবিদ্যালয়ের ১২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১০৭ জন।জিপিএ -৫ পেয়েছে ৫ জন এবং পাশের হার শতকরা ৮৮.৪৬ ভাগ।
কালাউক উচ্চবিদ্যালয়ের ১১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৯৩ জন,জিপিএ -৫ পেয়েছে ৪ জন।পাশের হার শতকরা ৮২.৩০ ভাগ।
মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৫৮ জন,।জিপিএ -৫ পেয়েছে ২ জন,পাশের হার শতকরা ৭৭.৪৫ ভাগ।
তেঘরিয়া এস,ই,এস,,ডি,পি মডেল উচ্চ বিদ্যালয়ে ৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৩ জন।পাশের হার শতকরা ৯৫.৫৬ ভাগ।
মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ে ৬২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫৮ জন।জিপিএ -৫ পেয়েছে ২ জন।পাশের হার শতকরা ৮০.৬৫ ভাগ।
কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ে ৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৪ জন।জিপিএ -৫ পেয়েছে ২ জন।পাশের হার শতকরা ৭৭.২৫ ভাগ।
মোড়াকরি উচ্চবিদ্যালয়ে ২১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৩৫ জন।জিপিএ -৫ পেয়েছে ৬ জন।পাশের হার শতকরা ৬৩.০৮ ভাগ।
বেগুনাই মাদনা এস,ই,এস,ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ২৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৬ জন।পাশের হার শতকরা ৫৫.১৭ ভাগ।
রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে ১৮৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৬৫ জন।জিপিএ -৫ পেয়েছে ৫ জন।পাশের হার শতকরা ৯০.১৬. ভাগ।
ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ৪৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৬ জন।জিপিএ – পেয়েছে ১ জন।পাশের হার শতকরা ৯৫.৮৩ ভাগ।
বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬৭ জন।।পাশের হার শতকরা ৭৪.৪৪ ভাগ।
জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসার ৯০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৪ জন।জিপিএ -৫ পেয়েছে ১ জন।
করার রহমানিয়া দাখিল মাদ্রাসার ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৯ জন।