এম ইয়াকুব হাসান অন্তর
হবিগন্জ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর /২২) লাখাইর দুটি বিক্রয় কেন্দ্রে ডিলারের মাধ্যমে চাল বিক্রয় করা হচ্ছে।উপজেলার বামৈবাজার ও কালাউক বাজারে অল্প দামে অর্থাৎ ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয় করা হচ্ছে।এ চাল বিক্রয়ের লক্ষ্যে ইতিমধ্যে ২ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।এরা হলেন কালাউক বাজারে জাহাঙ্গীর আলম এবং বামৈবাজার রায়হান উদ্দীন।প্রত্যেক ডিলার প্রতিদিন ২ টন করে চাল উত্তোলন করে প্রতিজনের নিকট ৫ কেজি করে এন,আই,ডি কার্ড প্রদর্শন সাপেক্ষে বিক্রয় করতে পারবে।প্রথমদিনে কালাউক বাজার কেন্দ্রে টেগ অফিসার হিসাবে দ্বায়িত্বে ছিলেন উপ- সহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য্য এবং বামৈবাজার কেন্দ্রে টেগ অফিসার হিসাবে ছিলেন মামুনুর রশীদ।উপজেলা প্রশাসন সূত্রে আরো জানা যায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতিমাসে একজন ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি এবং টি,সি,বির ফ্যামিলি কার্ডধারীরা ৩০ টাকা কেজি দরে প্রতিমাসে ১০ কেজি চাল কিনতে পারবেন।আরো জানা যায় সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার এ ৫ দিন ও,এম,এস এর চাল বিক্রয় কার্যক্রম চলবে।
শেয়ার করুন