এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
লাখাইয়ে ২০২২-২০২৩ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে পূর্ব সিংহগ্রাম কৃষক গ্রুপের কৃষক সজল চৌধুরীকে দেওয়া লতানো সব্জী ঝিঙার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওঃ খায়রুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন করাব ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেন পূর্ব সিংহগ্রাম কৃষক গ্রুপের সভাপতি মোঃ বাহার উদ্দিন,কৃষক রফিকুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান চৌধুরী।সভায় লতানো সব্জী ঝিঙ্গা ফলনে সন্তোষ প্রকাশ করেন। বক্তা বলেন কৃষি এদেশের প্রান, এদের উজ্জীবিত করতে কৃষির উন্নয়নে বর্তমান সরকার প্রানান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিশেষ করে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে।সভাপতির বক্তব্যে কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে হবে। আবহাওয়ার প্রতিকূলতা বিবেচনায় ফসলের জাত নির্বাচন করে চাষাবাদ বৃদ্ধি করে ফলন বাড়াতে কৃষকদের আরোও উদ্যোগী হবে।কৃষকদের সচেতনতা সৃষ্টির করতে হবে।শস্যের নিবিরতা প্রকল্পের আওতায় কৃষির সম্প্রসারণ করতে হবে।