লাখাইয়ে খাদ্য শস্য সংগ্রহের লটারি অনুষ্ঠিত

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ

লাখাইয়ে সরকারি খাদ্য গুদামে খাদ্য শস্য সংগ্রহ কার্যক্রমের কৃষক পর্যায়ে অনলাইন ভিত্তিক আবেদনের লটারি অনুষ্ঠিত। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৬ টি ইউনিয়ন এর কৃষকদের নিকট থেকে আমনধান সংগ্রহের লক্ষ্যে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত আবেদনের লটারি অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নজির আহমেদ, লাখাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি,এল,এস,ডি) কামনা দাস,লাখাই ইউনিয়ন এর চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম,করাব ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মুড়িয়াউক ইউনিয়ন এর চেয়ারম্যান নোমান সারোয়ার জনি, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, থানা পুলিশের প্রতিনিধি উপপরিদর্শক ( এস,আই) দেবাশীষ তালুকদার। লটারীতে উপজেলার ৭৬ জন কৃষকের নাম তালিকাভুক্ত হয়।এর মধ্যে ক্ষুদ্র কৃষক ৪৩ জন,মাঝারি কৃষক ২৩ জন এবং বড় কৃষক ১০ জন।তালিকাভুক্ত ৭৬ জন কৃষক মোট ২২৮০০০ কেজি বা ৫৭০০ বস্তা ধান সরকার নির্ধারিত মূল্যে খাদ্য শস্য গুদামে সরবরাহ করতে পারবেন। এছাড়া লাখাইয়ে একটিমাত্র অটোরাইস মিল থাকায় এটি থেকে সরাসরি চাল সংগ্রহ করা হবে।মেসার্স সাদিয়া অটো রাইস মিল ৫৬৯ মেট্রিক টন সিদ্ধ চাল সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ করবে।লাখাই খাদ্য গুদামের ওসি এল,এস,ডি কামনা দাস জানান লাখাইয়ে ২৩০ মেট্রিক টন ধান ও ৫৬৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *