এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
সভাপতি মহিবুর রহমান, সম্পাদক জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ।
লাখাইয়ে জাতীয় উলামা- মাশায়েক আইম্মা পরিষদ এর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলার বামৈ হাজী আলা উদ্দিন মার্কেট এ থানা মসজিদ এর ইমাম মাওলানা মহিবুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা জালাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা লোকমান সাদী।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমেদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি শাহ আবদুল কুদ্দুস, প্রচার সম্পাদক মাওলানা আবু মুসা সাদ।শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওলানা জুনাইদ আহমেদ।
আলোচলানায় অংশ নেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা লুতফুর রহমান, ক্বারী মাহবুবুর রহমান, হাফেজ জুনাইদ আহমেদ, মাওলানা সামছুল হক প্রমূখ।
সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা মহিবুর রহমান কে সভাপতি, মাওলানা জালাল আহমেদ কে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুর রউফ কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ ( একচল্লিশ) সদস্য বিশিষ্ট জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদ লাখাই উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।