লাখাইয়ে তেঘরিয়া গ্রামে শরিয়ত কমিটি পূনঃগঠন

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ

লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া গ্রামে শরিয়ত বিরুধী কর্মকান্ড প্রতিরোধ কল্লে এবং গ্রামে মদ,জুয়া,ও সমাজের শান্তি – শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কর্মকান্ড প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় শরিয়ত কমিটি পূনঃগঠন করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) তেঘরিয়া শরিয়ত কমিটি পূনগঠন কল্পে আলোচনা সভা বাদ আছর তেঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এ গ্রামের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও মাওলানা শরিফ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে গ্রামের নেতৃস্থানীয় মুরুব্বি, বিভিন্ন মসজিদ এর ইমামবৃন্দ,যুবকরা উপস্থিত ছিলেন।এতে আলোচনায় অংশ নেন মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান সারোয়ার জনি, আলহাজ্ব বলু মিয়া,মোঃ মিলন মিয়া,মোঃ শামসুদ্দিন মিয়া,মোঃ আশিক মিয়া,আইয়ুব আলী,মোঃ আবুল ফয়েজ মাওলানা আমির হোসেন, মোঃ আকছির মিয়া,মোঃ হাদিছ মিয়া প্রমুখ। সভায় বক্তাগন বলেন গ্রামে মদ,জুয়া, শরিয়ত বিরুধী কর্মকান্ড প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় এ গ্রামের মুরুব্বি ও ওলামা মশায়েখ দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। গ্রামের এ ঐতিহ্য সমুন্নত রাখতে সকল বয়সীদের সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই। আলোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে হাফেজ আব্দুল আওয়াল কে আহবায়ক করে ১৩(তের) সদস্য বিশিষ্ট ” তেঘরিয়া শরিয়ত কমিটি “গঠন করা হয়। পরিশেষে মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *