এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ
লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম এন মিয়ার দিকনির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত আসামীদের বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এস আই দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে লাখাই ইউনিয়নের শিবপুর গ্রামের জামাল মিয়ার ছেলে রাজিব মিয়া কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। পুলিশ আরো জানায় ঐ আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় ডাকাতি মামলার আসামী। অপর অভিযানে এ এস আই ও এ এস আই আব্দুল কুদ্দুছ সংঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের সামছুল হক ওরফে শামছু উদ্দীনের ছেলে আশরাফ ওরফে আবুল কাশেম কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামীদের কে শুক্রবার (১১নভেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়টি নিয়ে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
শেয়ার করুন