লাখাইয়ে থানা পুলিশের অভিযানে গ্রেফতার -২

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ

লাখাইয়ে থানা পুলিশের অভিযানে বিষ্পোরক ও পুলিশ এ্যাসল্ট মামলার ২ আসামীকে গ্রেপ্তার করছে লাখাই থানার পুলিশ। লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার স্থানীয় বুল্লা বাজারে থানা পুলিশের উপ- পরিদর্শক ( এস আই) দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বিষ্পোরক ও পুলিশ এ্যাসল্ট মামলার ২ আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন সিংহগ্রামের মিয়া হোসেনের ছেলে রবিউল মিয়া ও ইয়াকুব মিয়ার ছেলে শফিকুল ওরপে শাবাল মিয়া। গ্রেপ্তারকৃত আসামীদেরকে মঙ্গলবার (২২নভেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়া নিশ্চিত করছেন।উল্লেখ্য বিগত ১৬ নভেম্বর /২২ বি,এন,পির সিলেট বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় উপজেলার বামৈয়ে পুলিশ ও বি,এন,পির সংঘর্ষ ঘটনায় থানা পুলিশের উপ- পরিদর্শক ( এস,আই) ফজলে রাব্বি বাদী হয়ে বি,এন,পির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, জেলা বি,এন,পির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি,কে গউছ কে প্রধান আসামী করে পুলিশ এসল্ট ও বিষ্পোরক মামলা দায়ের করা।মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *