এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ
লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের হাওর এলাকার দুর্গম গ্রাম শিবপুর দুগ্ধ উৎপাদনকারী দলের সাথে সঞ্চয় নির্ধারণ, লাইভস্টক ফারমার্স ফিল্ড স্কুল এর কার্যক্রম, স্থানীয় প্রাণিসম্পদ এর বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে এক সভা মঙ্গলবার(৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।প্রানী সম্পদ অধিদপ্তরের লাইফ স্টক ও ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহাদাত হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা, এলএফ এ রোকনুজ্জামান, সুমন এবং পিজির ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন খামার পরিদর্শন করে খামারীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
শেয়ার করুন