এম ইয়াকুব হাসান অন্তর
হবিগঞ্জ প্রতিনিধি
লাখাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২২ উদযাপিত হয়েছে।মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, হবিগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি লাখাই’র এজিএম শফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ, কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, প্রনী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মুত্তালেব, পজীব কর্মকর্তা এ কে এম শাহেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়।
সভায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।