এম ইয়াকুব হাসান অন্তর।
হবিগনজ প্রতিনিধিঃ
লাখাইয়ে জেলা প্রশাসনের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যমূলক আচরন বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর /২২) লাখাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় দুপুরবেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান,বিষেশ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মাদ নুনু মিয়া।মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় আলোচনায় অংশ নেন বামৈ ইউনিয়নের চেয়ারম্যান আজাদুর রহমান ফুরুক,কৃষি অফিসার শাকিল খন্দকার।সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান বলেন নারী ও শিশুরা নির্যাতন ও বৈষম্যমূলক আচরনের শিকার হয় মূলতঃ নিজের পরিবার থেকে।এ ক্ষেত্রে পরিবার সহ সংসলিস্টদের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে।নারী ও শিশুদের অধিকার রক্ষায় বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে।সরকারের এ উদ্যোগের সুফল পেতে নারীদের আরো সচেতন ও সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।নারীর উন্নয়নে নারীরাই প্রধান অন্তরায়।কারন কন্যা শিশুরা মায়ের কাছ থেকেই বৈষম্যের শিকার হয়ে থাকে।