এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ
লাখাইয়ে ” পথশিশুদের চাই স্বাভাবিক জীবন, চাই অধিকার ” এ প্রতিপাদ্য নিয়ে গড়া সংগঠন পথশিশু সহায়তা সংগঠন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) পথশিশু সহায়তা সংগঠন এর উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান দুপুর ১১ টা উপজেলার বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম ও অর্থ সম্পাদক মনির হোসাইন এর যৌথ সন্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করাব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব,বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন শামীম, দৈনিক আমার হবিগঞ্জ এর প্রধান প্রতিবেদক আতাউর রহমান ইমরান, বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সংগঠন এর উপদেষ্টা মনর উদ্দিন মনির।ও নাছির উদ্দিন ।
অনুষ্ঠানে শীতার্তদের শীতবস্ত্র কম্বল তুলে দেন অতিথি বৃন্দ।