লাখাইয়ে ফ্রিপ এর আওতায় কৃষক গ্রুপ গঠন প্রক্রিয়া শুরু

হবিগঞ্জ

 

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
লাখাইয়ে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী এসিস্ট্যান্স প্রজেক্ট ( ফ্রিপ) এর আওতায় কৃষক / কৃষানী গ্রুপ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রনীত সমবায় ও সমলয় ভিত্তিক চাষাবাদের আলোকে কৃষিতে যান্ত্রিক ও সমলয় চাষাবাদের মাধ্যমে উতপাদন বৃদ্ধির লক্ষ্যে লাখাইয়ে কৃষক/ কৃষানী গ্রুপ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়ন এর প্রতিটি ইউনিয়ন এ ৯ টি করে ৫৪ টি কৃষক গঠনের লক্ষ্য মাত্রা ধরে গ্রুপ গঠন প্রক্রিয়া চলছে।ইতিমধ্যে ১৮ টি কৃষকগ্রুপ গঠন করা হয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়। এরই ধারাবাহিকতায় রবিবার ( ২১জানুয়ারি) দুপুর ১১ টায় উপজেলার করাব ইউনিয়ন এর সিংহ গ্রাম উকিল বাড়িতে কৃষক/কৃষাণী গ্রুপ গঠনের লক্ষ্যে এক সভা কৃষক মহিউদ্দিন আহমেদ রিপন এর সভাপতিত্বে ও মুশাহিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে গ্রুপ সংগঠক হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম
এতে গ্রামের ৩০ জন কৃষক / কৃষাণী অংশ নেন।
সভায় উপস্থিত সদস্যদের ঐক্য মতের ভিত্তিতে মহিউদ্দিন আহমেদ রিপন কে সভাপতি, মো:মুগাই মিয়া মিয়া কে সিনিয়র সহসভাপতি এবং ইকবাল মিয়া কে সাধারণ সম্পাদক ও মোসাম্মৎ পান্না আক্তার কে কোষাধ্যক্ষ করে ৩০( ত্রিশ) সদস্য বিশিষ্ট সিংহ গ্রাম কৃষক / কৃষাণী গ্রুপ গঠন করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন গ্রুপ ভিত্তিক ও সমলয় চাষাবাদ এ যন্ত্রপাতির ব্যবহার সহজতর। একটি নির্দিষ্ট এলাকার একটি মাঠে একই সাথে একই সময়ে একধরনের ফসল আবাদ করলে এতে যন্ত্রীক উপায়ে চাষাবাদ, রোপন ও কর্তন করা সুবিধাজনক। সমলয় আবাদের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে।কৃষক / কৃষাণীদের সমন্বয়ে গ্রুপ গঠনের ফলে কৃষিতে নারীদের অংশ বাড়বে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *