মহিউদ্দিন সভাপতি, শাহীন সাধারণ সম্পাদক, ইয়াকুব সাংগঠনিক।
এম ইয়াকুব হাসান অন্তর
হবিগঞ্জ প্রতিনিধি:
লাখাইয়ে বাংলাদেশ প্রেসক্লাব এর পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) ৩ ঘটিকায় লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে বাংলাদেশ প্রেসক্লাব লাখাই কমিটির আহবায়ক মহিউদ্দিন আহমেদ রিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীনুর রহমান মোল্লা শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলাল। সম্মেলন এর শুভ উদ্ভোধন করেন জেলা শাখার সভাপতি শেখ আবদুল কাদির কাজল।প্রধান আলোচক ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল হান্নান। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন এম,এ,ওয়াহেদ। আলোচনায় অংশ নেন গাজী শাহজাহান চিশতি, বিল্লল আহমেদ, ছায়েদুর রহমান, ইয়াকুব হাসন অন্তর, কামরুল হাসান। সম্মেলনে প্রধান অতিথি আলহাজ্ব মুশফিউল আলম আজাদ কে ক্লাবের পক্ষ থেকে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে আলোচনার মাধ্যমে মহিউদ্দিন আহমেদ রিপনকে সভাপতি, শাহীনুর রহমান মোল্লা শাহীন কে সাধারণত সম্পাদক ও ইয়াকুব হাসান অন্তর কে সাংগঠনিক সম্পাদক করে ১১( এগারো) সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রেসক্লাব লাখাই উপজেলা শাখা র দ্বি- বার্ষিক কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এম,এ,ওয়াহেদ, সহ-সভাপতি গাজী শাহজাহান চিশতি, বিল্লাল আহমদ, অর্থ সম্পাদক আকিব শাহরিয়ার, প্রচার সম্পাদক ছায়েদুর রহমান, দপ্তর সম্পাদক কামরুল হাসান সুজন,সদস্য জালাল আহমেদ, আলী আহমেদ।