এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ
লাখাইয়ে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোতাহার হোসেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মোতাহার হোসেন সহকারী – প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, প্রধান শিক্ষক সিতেশ কুমার চন্দ সহ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা মন্ডলী। উল্লেখ্য দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এর পদটি শুন্য রয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক সিতেশ কুমার চন্দ জানান বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এর পদটি দীর্ঘদিন যাবত শুন্য থাকা অবস্থায় অদ্য এ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোতাহার হোসেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। বিদ্যালয়ে বর্তমানে ২০ জন শিক্ষক – শিক্ষিকা কর্মরত রয়েছেন।
শেয়ার করুন