লাখাইয়ে রাস্তার বাঁধা অপসারন পূর্বক জনচলাচল নির্বিঘ্ন করলেন ইউ,এন,ও

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে বামৈ গ্রামের জজের বাড়ি পর্যন্ত রাস্তাটি নির্মাণ কাজে বাধা দেয়ায় মঙ্গলবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন হতে সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হয়।

হাজার হাজার মানুষের চলাচলের রাস্তাটি অন্যায়ভাবে বন্ধ করে একটি পরিবার বিভিন্নভাবে জিম্মি করে আসছিল। তাছাড়া এ রাস্তাটি সরকারি জায়গায় এবং সরকারি প্রকল্প বাস্তবায়নাধীন। এলাকাবাসীর অভিযোগ একটি পরিবারের বাধার কারণে জনচলাচল সম্পূর্ণভাবে বন্ধ হতে বসেছে।

এমতাবস্থায় উপজেলা নির্বাহী অফিসার( ইউ,এন,ও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রেহানা মজুমদার মুক্তি, লাখাই থানা পুলিশের একটি টিমসহ ঘটনাস্থলে গিয়ে রাস্তায় নির্মিত বেড়া উচ্ছেদ করে জনচলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরীফ উদ্দিন এ সময় সরকারি কাজে বাধা দেয়ায় একজনকে ৫০০/- টাকা জরিমানা করেন। এছাড়া সরকারি টাকায় যে প্রকল্প বাস্তবায়নাধীন আছে তাতে বাধা না দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া। বাধা দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ সময় বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরু ক স্থানীয় জনপ্রতিনিধি ও মুরব্বিয়ানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অন্যায় অনাচারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর পদক্ষেপ নেবে বলে জানান ইউ,এন,ও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *