লাখাইয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্টিত

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ

লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বী দের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।সোমবার (১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ,বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইদুল ইসলাম।আলোচনায় অংশ নেন লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আরিফ আহমেদ রুপন, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোষ্ষামী, সাধারণ সম্পাদক সম্পদ রায়, সাবেক সভাপতি অমিত ভট্টাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি লিটন সূত্রধর, প্রানেশ দাশ,, শ্যামল রায়, যুগ্ম সম্পাদক মলয় দেব, বীরমুক্তিযোদ্ধ কেশব চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান,লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কাশেম প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেউদযাপনের লক্ষে্ বিভিন্ন দিক নির্দেশনা ও মত বিনিময় করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *