এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ
লাখাইয়ে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ১১৬ তম মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার পূর্ব সিংহগ্রামস্থ শ্রী শ্রী পুরাতন শিবমন্দির এ মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পুরাতন শিববাড়ী পূজা কমিটি বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালায় রয়েছে শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) রাত্র ৮ ঘটিকায় – শ্রীমদ্ভাগবত গীতাপাঠ।
রাত্র ১০ ঘটিকায় – শুভ অধিবাস।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাত্র ৮ ঘটিকায় – শ্রী শ্রী শিবপূজার বিশেষ পূজার্চ্চনা আরম্ভ।
রাত্র ১০ ঘটিকায় – ভক্তিমূলক গান।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৯ ঘটিকা হইতে মহা প্রসাদ বিতরণ।
সন্ধা ৭ ঘটিকায় – হরিলুটের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
এদিকে শিবপূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলা বসছে।মেলায় হরেকরকমের পন্য সামগ্রীর পসরা নিয়ে বসে গেছে দোকানীরা।শিবপূজা ও মেলা উপলক্ষে পূর্ব সিংহগ্রাম, সিংহগ্রাম, পূর্ব বুল্লাসহ আশেপাশের এলাকায় উত্সবের আমেজ লক্ষ্যনীয়।এ ব্যাপারে পূর্ব সিংহগ্রাম শ্রী শ্রী পুরাতন শিববাড়ী পূজা কমিটির সাধারণ সম্পাদক রসময় শীল জানান প্রতিবছরের ন্যায় এ বছরও মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শিবপূজা অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লাখাইয়ে একমাত্র এ শিব মন্দিরের পূজায় দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দের আগমন ঘটে। ভক্তবৃন্দের পদভারে মুখরিত হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ।