লাখাইয়ে সড়কে হাঁস-মুরগি, কবুতরের হাট,ঝুঁকিতে ক্রেতা- বিক্রেতা ও পথচারীরা

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক এর বুল্লাবাজার অংশে প্রতি হাটের দিন শনিবার ও মঙ্গলবার মহাসড়ক এর একাংশ জুড়ে বসে গৃহপালিত হাঁস-মুরগি ও কবুতর বেচাকেনার হাট।বুল্লাবাজার এর আশেপাশের এলাকার লোকজন তাদের বাড়িতে পালন করা হাঁস – মুরগী, কবুতর বাজারে নিয়ে আসে।কিন্তু এ গুলো বিক্রি করার জন্য কোন নির্ধারিত স্থান না থাকায় বিক্রেতার মূল সড়কের উপর রেখে বিক্রি করতে দেখা যায়। ।বুল্লাবাজার এ হাঁস-মুরগি ও কবুতর বেচাকেনার জন্য নির্ধারিত স্থান না থাকায় সড়কের উপর হাট বসে।সড়কের উপর হাট বসায় এর ক্রেতা বিক্রেতা ও পথচারীরা রয়েছে দূর্ঘটনার ঝুঁকিতে।দীর্ঘদিন যাবথ এভাবে ব্যস্ততম সড়কের উপর হাট বসে বেচাকেনা চললেও সংসলিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন এগুলো দেখার কেউ নেই। এদিকে সড়কের উপর হাট বসায় যানচলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে থাকে। মাঝে – মধ্যে ছোট – বড় দূর্ঘটনায় পতিত হচ্ছে ক্রেতা সাধারণ ও পথচারীরা।এ বিষয়েবুল্লাবাজারে হাঁস বিক্রি করতে আসা সিংহগ্রামের জনব আলী জানান আমরা আমাদের বাড়িতে পালন করা হাঁস ২ টি করতে এসেছি এবং নির্দিষ্ট জায়গা না থাকায় সড়কের উপর রেখে বিক্রি করছি। এ ব্যাপারে বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ এর সাথে আলাপকালে জানান বিষয়টি আমাদের গোচরীভূত হয়েছে। সড়কের উপর হাট বাসানোর কোন নিয়ম নেই। আমরা সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এটি অন্যত্র স্থানান্তরে ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *