এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ
লাখাইয়ে তেলজাতীয় ফসল সরিষা আবাদ পুরোদমে এগিয়ে যাচ্ছে। বাজারে তেলের মূল্য বৃদ্ধি, সরিষার বাজারমূল্য বৃদ্ধি ও কম খরচে আবাদ করতে পারায় এ সরিষা চাষে দিনদিন আগ্রহ বাড়ছে।এদিকে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে কৃষকদের প্রশিক্ষন ও উন্নত জাতের বীজ,সার সহায়তা প্রদান অব্যাহত থাকায় চাষাবাদে কৃষকদের আগ্রহ বহুগুন বেড়েছে। বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় কৃষকেরা একদিকে রোপাআমন ধান কাটছে অন্য দিকে সাথে সাথেই কলের লাঙ্গলের সাহায্যে চাষাবাদ করছে সরিষা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতিবৎসর লাখাইয়ে সরিষা চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ হাজার ১২০ হেক্টর জমি। ইতিমধ্যে চাষ হয়েছে ২ হাজার ৪ শত হেক্টর। উপজেলার মুড়িয়াউক, মোড়াকরি, করাব ও বামৈ ইউনিয়নে সরিষা বেশী পরিমানে হয়ে থাকে।তবে সবচেয়ে বেশি সরিষা আবাদ হয়ে থাকে মুড়িয়াউক ইউনিয়ন এর মাঠ গুলোতে কারন এসকল মাঠে বোরোধান আবাদ অপেক্ষাকৃত কম।চলতি বছর সরিষার আবাদ বেড়ে যাওয়ায় সরিষা নির্ভর মধু সংগ্রহের সম্ভাবনাও বেড়ে গেছে। তথ্যানুসন্ধানে জানা যায় ২০১৫ সাল থেকে লাখাইয়ে সরিষা নির্ভর মধু সংগ্রহের উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই থেকে প্রায় প্রতি বছরই ১-২ হাজার লিটার মধু আহরিত হয়ে আসছে।চলতি বছর সময়মতো উদ্যোগ গ্রহণ করতে পারলে মধু সংগ্রহ বহুগুন বেড়ে যাবে। সেই সাথে বৃদ্ধি পাবে সরিষার ফলনও।যেহেতু মৌমাছি সরিষার পরাগায়নে সহায়তা করে।তদুপরি মৌমাছির বিচরনের মাধ্যমে রোগ বালাইয়ের আক্রমণ কমে যাওয়ার বালাই নাশক তেমন একটা প্রয়োজন হয় না।ফলে কমে যায় খরচও।এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার জানান এ বছর ইতিমধ্যে লক্ষ্য মাত্রার চেয়েও বেশি সরিষা আবাদ হয়েছে।চাষাবাদ আরোও বাড়বে।আমরা তেল জাতীয় ফসল সরিষা চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও বীজ,সার সহায়তা দিয়ে যাচ্ছি। দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। আবহাওয়া অনুকূল থাকলে চলতিবৎসর সরিষার ফলন আশানুরূপ হওয়ার আশা করছি।
শেয়ার করুন