এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ
লাখাইয়ে হাওরান্চলে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া পালন প্যানেলভুক্ত নির্বাচিত সুফলভোগীদের মাঝে ভেড়া বিতরন করা হয়েছে। ।লাখাই উপজেলা প্রনী সম্পদ অধিদফতর কর্তৃক আয়োজিত ভেড়া বিতরন অনুষ্ঠান বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর/২২) লাখাই উপজেলা হ্যালিপ্যাড মাঠে দুপুরবেলা উপজেলা নির্বাহী অফিসার( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন হবিগন্জ- লাখাই- শায়েস্তাগন্জ এর সংসদসদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এম,পি।বিষেশ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ নুনু মিয়া।শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ শফিকুল ইসলাম,গীতা পাঠ করেন গৌতম কুমার রায়।আলোচনায় অংশ নেন ৫ নম্বর করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,৬ নম্বর বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ প্রমুখ। অনুষ্ঠানে সুফলভোগী এক শত পরিবারকে ২ শত ভেড়া বিনা মূল্যে বিতরন করা হয়।