হবিগঞ্জের লাখাইয়ে স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) এ উপলক্ষে উপজেলার করাব মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে করাব টিমের আয়োজনে মা ও কিশোরী সমাবেশ এবং সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন অনুষ্টানের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র স্বাস্থ্য কেন্দ্রের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল কদ্দুছ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়, দাতা সদস্য আবুল বাশার, করাব কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ ফরাশ উদ্দিন, পরিবার-কল্যাণ-পরিদর্শিকা সুচিত্রা রানী দাশ সহ সিংহগ্রাম ৩/ক ও ৩/খ ইউনিটের FWA ও PPV গণ।
সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী ১৪-১৯ সেপ্টেম্বর পর্যন্ত করাব ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প সহ প্রতিটি গ্রামে দৈনিক কার্যক্রমের সাথে বিশেষ সেবা ও প্রচার কার্যক্রম পরিচালিত হবে।
এতে করে প্রত্যেকের কাছে পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা পৌঁছে দেয়া হবে। সেবা সহজিকরণ ও যে সব পদ্ধতি সেবা গ্রহিতারা বিভিন্ন বিক্রয় প্রতিষ্টান থেকে ক্রয় করে স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা নেন তারা যেন সরকারি ভাবে সম্পুর্ন বিনামূল্যে তাদের প্রাপ্ত স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে পারেন তা নিশ্চিত করা।
সেই সাথে স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ইনজেকশন গ্রহিতাদের ডিউ ডোজ শতভাগ নিশ্চিত করা এবং জনগণকে তাদের প্রাপ্ত সেবার পরিধি ও সুবিধা সম্পর্কে অবহিত ও উদ্বুদ্ধ করতেও কাজ করবে সংশ্লিষ্টরা।
শেয়ার করুন