লাখাইয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র পাচ্ছে ৯৩ হাজার নারীপুরুষ, আজ শুভ উদ্বোধন

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ

লাখাইয়ে আজ বুধবার (১৭ মে) আনুষ্ঠানিকভাবে উপজেলার ৬ টি ইউনিয়ন এর ৯৩ হাজার ১ শত ৫২ জন নারীপুরুষ হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেন উপজেলা নির্বাচন অফিস। এ কার্যক্রম বাস্তবায়নে কর্মপরিকল্পনা সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা যায় উপজেলার ৬ টি ইউনিয়ন এর ৮ টি কেন্দ্রে ১৭ মে/২৩ থেকে ২৬ জুন/২৩ পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম চলবে। বুধবার (১৭ মে) দুপুর ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন এ আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউ/ পি সদস্য, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ ১১০ জনের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেন খান জানান আগামী ১৮ মে/২৩ থেকে ২৬ জুন/২৩ পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *