এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ
সোমবার মহাষষ্ঠির মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে বসন্তকালীন দূর্গা পূজা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) মহাসপ্তমী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বসন্তকালের পূজা কালের পূজা নামে পরিচিত। রাজা রামচন্দ্র রাবনকে পরাজিত করার লক্ষ্যে শরৎকালে দেবী দুর্গার অকাল বোধনে আমন্ত্রণ জানান এবং শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়।
লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামের প্রাক্তন শিক্ষক ও শিক্ষাবিদ স্বর্গীয় অজিত কুমার ভট্টাচার্য্যের ছেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য্যের বাড়ীতে (ঠাকুর বাড়ি), পূর্ববুল্লা গ্রামের গোপাল ডাক্তারের বাড়ীতে পারিবারিক ভাবে,কৃষ্ণপুর গ্রামের পিযুষ মাষ্টারের বাড়ীতে, মোড়াকড়ি গ্রামের কৃষ্নপালের বাড়ী,কৃষ্ঙপুর আশীষ সূত্রধরের বাড়ী,কৃষ্ঙপুর যদুনন্দন রায়ের বাড়ীএবং লাখাই রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে সার্বজনীন বাসন্তী দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।৫ দিনব্যাপী দূর্গাপূজা আগামী শুক্রবার(৩১ মার্চ) বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি ঘটবে। এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী জানান চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত পূজাই হচ্ছে আদি দূর্গা পূজা।তবে বর্তমানে আশ্বিন মাসে শারদীয় দূর্গাপূজাই বেশী জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে।তিনি আরোও জানান সমাধি নামক বৈশ্যের সাথে মিলে চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্তকালে মেধস মুনির আশ্রমে দেবী দূর্গার আরাধনা করেছিলেন।সে থেকেই পরবর্তী কালে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ লাভ করে।অন্যান্য বছরের ন্যায় এ বছরও বাসন্তী পূজা আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বাসন্তী পূজা উপলক্ষে উপজেলা বাসীকে শুভেচ্ছা ও তাদের সুখ- সমৃদ্ধ কামনা করছি।