লাখ মানুষের উপস্হিতিতে জৈন্তাপুরে শায়খুল হাদীস ইউসুফ শ্যামপুরীর জানাজা সম্পন্ন

সিলেট

জৈন্তাপুর উপজেলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের বাসিন্দা প্রবীণ আলেমেদ্বীন হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা ইউসুফ সাহেব শ্যামপুরী হুজুর ইন্তেকাল করেছেন।  (ইন্নালিল্লাহি—-রাজিউন)।

গত ২ জুন শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের সময় তিনি নিজ বাড়িত ইন্তেকাল করেন। মাওলানা ইউসুফ সাহেব শ্যামপুরী হুজুর দীর্ঘদিন থেকে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃতুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।

মৃতুকালে তিনি স্ত্রী-৫ ছেলে, ৩ কন্যা সন্তান সহ বহু আত্মীয়স্বজন, গুনগ্রাহী এবং মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী সহ সহকর্মী রেখে গেছেন।

এদিকে শুক্রবার (২ জুন) রাত ৯ টায় হরিপুর বাজার মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে মাওলান হারুনুর রশীদ।

মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, কানাইঘাট, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, সাবেক ভাইস-চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ।

এছাড়া বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের বৃন্দ সহ বিপুল সংখ্যাক আলেমেদ্বীন, মাদ্রাসার শিক্ষার্থী,সমাজের গন্যমান্য ব্যক্তিগণ অংশ গ্রহন করেন। পরে তাকে মাদ্রাসার গোরস্তানে দাফন করা হয়েছে।

এদিকে মরহুম মাওলানা ইউসুফ সাহেব শ্যামপুরী হুজুরের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি  নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হােসেন মো: হানিফ।

নেতৃবৃন্দ মরহুম মাওলানা ইউসুফ সাহেব শ্যামপুরী হুজুরের রুহের মাগফেরাত কামনা করে তাহার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *