লামাকাজীর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করলেন শফিক চৌধুরী

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী পয়েন্টে গত ১৬ অক্টোবর সংগঠিত হওয়া দু’পক্ষের অনাকাঙ্খিত সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭১ জন ব্যবসায়ীর মাঝে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লামাকাজী ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এরপূর্বে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও উভয় পক্ষকে সাথে নিয়ে এলাকা পরিদর্শন করে বিষয়টি আপোষ-মিমাংশায় নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহন করেন শফিক চৌধুরী। এরপর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি আপোষ-মিমাংশায় নিষ্পত্তি হয়। এরই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত হওয়া এলাকার ১৭১ জন ব্যবসায়ীকে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়।

লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক হিরন মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মখদ্দছ আলী, উপদেস্টা মন্ডলীর সদস্য মাষ্টার আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ও লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, লামাকাজী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি পুলক ভট্টাচার্য, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একেএম দুলাল, সংগঠক গোলাম আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *