স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ‘লামাকাজী ইউনিয়ন এডুকেশন সাপোর্ট টিম’র উদ্যোগে উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ উপহার প্রদান করা হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুর ২ টায় বিদ্যালয় হলরুমে ২০২৪ খ্রিঃ অত্র বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ‘লামাকাজী ইউনিয়ন এডুকেশন সাপোর্ট টিম’র প্রধান পৃষ্টপোষক ও যুক্তরাজ্য প্রবাসী স্হানীয় ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. আজিজুর রহমান এর পক্ষ থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মাওলানা মো. কামরুল হুদা, সহ শিক্ষক স্বপন কুমার দাস, সংগঠক শাহাব উদ্দিন মিজান, তারেকুল ইসলাম, মাহবুব হাসান।
অনুষ্টানের শুরুতে শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী মারজান আহমদ।
এসময় সাংবাদিক ফারুক আহমদ, বিদ্যালয়ের সহ শিক্ষক মো. আজিজুল হক, মনুষা রাণী দাস, বিশ্বজিৎ রায়, মো. অলিউর রহমান, মো. জাকির হোসেন, মো. হাবিবুল্লাহ, শিক্ষার্থীসহ প্রমুখ উপস্হিত ছিলেন।