মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াতে হবে
—মোহাম্মদ শাহজাহান আলী
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, কুরআন নাযিলের মাস মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। সিয়াম সাধনার মাস রমজান থেকে শিক্ষা নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় অসহায় হতদরিদ্র মানুষগুলো কোনমতে ইফতার ও সেহেরীর ব্যবস্থা করতে পারবে। এতে দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিশ্চিত হবে।
তিনি মঙ্গলবার সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে নগরীর ১১নং ওয়ার্ডের লালদিঘীরপাড় এলাকায় হতদরিদ্রদের মাঝে ফুডপ্যাক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা সেক্রেটারী পারভেজ আহমদের সভাপতিতে¦ ও ১১নং ওয়ার্ড সভাপতি আব্দুল আলীমের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড সভাপতি মাজহারুল ইসলাম, ১৪নং ওয়ার্ড সভাপতি মাহমুদুল আলম ও ১২নং ওয়ার্ড সভাপতি ফয়েজুল ইসলাম প্রমূখ।