প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:০০ এ.এম
লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার লালবাগের প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
এর আগে দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগের ২টি, হাজারীবাগের ২টি এবং পলাশী থেকে ২টি ছাড়াও আরও ৫টিসহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সিদ্দিকবাজার থেকে আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫