লিটল ম্যাগাজিন ‘সুরমাকপোত’র জন্য লেখা আহবান

সিলেট

শিল্প-সাহিত্য, বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল চর্চার বিকাশে লিটল ম্যাগাজিন তথা ছোটকাগজ চর্চা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সিলেট জেলার বিশিষ্ট কবি, লেখক, গবেষক, শিশু-কিশোর, নারী ও প্রবীণসহ সকল পর্যায়ের লেখকগণের মানসম্পন্ন লেখা নিয়ে লিটল ম্যাগাজিন ‘সুরমাকপোত’ এর ৩য় সংখ্যা প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ প্রেক্ষিতে লিটল ম্যাগাজিনে প্রকাশনার লক্ষ্যে সমাজ, সাহিত্য ও দর্শন, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি, সমসাময়িক, আত্মকথা, প্রবন্ধ, অনুবাদ, ছোটগল্প, কবিতা ও ছড়া বিষয়ক মানসম্পন্ন লেখা আহ্বান করা হয়েছে।

আগামী ০৭ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে লিখাটি ইমেইলে (sylhet@shilpakala.gov.bd) SutonnyMJ ফন্টে Word File আকারে অথবা লেখকের স্বাক্ষরসহ সরাসরি জেলা শিল্পকলা একাডেমিতে প্রেরণ/জমা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *