শনিবার দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেটের অনেক এলাকায়

সিলেট

শনিবার (১১ মার্চ) সিলেট নগরের অনেক এলাকায় দিনভর এবং অনেক এলাকায় টানা ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান- সঞ্চালন লাইন, বৈদ্যুতিক ট্রান্সফরমারে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং লাইনের উপর ও আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার (১১ মার্চ) ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত মহানগরের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এছাড়া মহানগরের মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অপরদিকে, বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজুলর রহমান পৃথক বিজ্ঞপ্তিতে জানান- উন্নয়ন কাজের জন্য মহানগরের মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কিনব্রিজ, নবাব রোড ও ওসমানী মেডিক্যাল ফিডারের আওতাধীন সিলেট বিভাগীয় শহরের মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কাজির বাজার, তেলিহাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মুনিপুড়ী বস্তি, সুবিদ বাজার, আম্বরখানা (আংশিক), মনিপুরী বস্তি, ফাজিলচিশত, সুবিদ বাজার মিতালী গলি, জালালাবাদ, পীরমহল্লা, হাউজিং এষ্টেট, লিচু বাগান, মজুমদারী, পাহাড়িকা, বাদাম বাগিচা এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *