ফরিদুল ইসলাম,শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেররহাটের শরণখোলায় জাতীয় শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে।
“শিক্ষকের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু”
এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয় ২৭ অক্টোবর
সকালে শরণখোলা উপজেলার সরকারী প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের সমন্বয়ে একটি র্যালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শরণখোলা সরকারী কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকিরের সভাপতিত্বে ও তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. শহিদুল ইসলাম খাঁনের সঞ্চালনায় আরকেডিএস বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।
বক্তব্য রাখেন, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. আসাদুজ্জামান মিলন, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, খাদা গগন মেমোরিয়াল দাখল মাদ্রাসার সুপার মাও. ওবায়দুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।
শরণখোলা প্রতিনিধি
শেয়ার করুন