ফরিদুল ইসলাম,
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকীতে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সকাল ৮টায় সরকারী, বেসরকারী দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র্যালি রায়েন্দা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, শরণখোলা থানা, উপজেলা প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল সাড়ে নয়টায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন (শান্ত), সহকারী কমিশনার ভুমি রুহুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ২ নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আব্দুল মালেক রেজা এসময় উপস্থিত ছিলেন।
অন্যদিকে, শরণখোলা উপজেলা আওয়ামী লীগ জাতীয় শোক দিবসে গত বছরের ন্যায় ব্যতিক্রমী কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে উপজেলার চার ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডে পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করেছে।
শরণখোলা প্রতিনিধি
০১৯৮২৪৯৮০০০
১৫/০৮/২৩