শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় র‌্যালি ও মানববন্ধন

জাতীয়

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় র‌্যালি,মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা সম্মিলিত সম্প্রীতি উদ্যোগে (পিএফজি) এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করেন।

বৃহস্পতিবার (৭জুলাই) সকাল সাড়ে ১০টায় শরণখোলা প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে পাঁচরাস্তা মোড়ে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। সেখানে পিএফজির সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী।

পরে শিক্ষক নেতা অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তার সঞ্চালনায় পথসভায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা এম ওয়াদুদ আকন, তপু বিশ্বাস, যুবদলের আহবায়ক ইব্রাহীম মোল্লা।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর জব্বার,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাগর আক্তার,এনজিও নেতা মোঃ সরোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আশিষ দাস,উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মিরাজ প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল জাতি, ধর্মের মানুষ মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করে। সম্প্রতি ধর্মীয় ইস্যু নিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় একটি চক্র সেই শান্তি বিঘ্ন করার অপচেষ্টা চালিয়েছে। ওই সব কুচক্রিদের ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *