ফরিদুল ইসলাম,শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা এমন অভিযোগে মহারাজ খলিফা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
(১৮ জুলাই) সোমবার বিকেল ৫টায় ২নং খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রাম থেকে বখাটে যুবককে আটক করা হয়। আটক যুবক ঐ গ্রামের জলিল খলিফার ছেলে।
ঘটনাটি ঘটে আগের দিন রবিবার বিকেল ৪.৩০টা দিকে মহারাজের নিজ বাড়িতেই।
শিশুটি মঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী।
ভিকটিম শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে শিশুটি খেলার ছলে হাটতে হাটতে প্রতিবেশী মহারাজের বাড়িতে যায়। তখন ঐ বাড়িতে অন্য কোনো লোক না থাকার সুযোগে বখাটে মহারাজ শিশুটিকে বসত ঘরের পেছনের রান্না ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এমন সময় রাহেলা বেগম নামে এক প্রতিবেশী রান্না ঘরের পাশ থেকে যাওয়ার সময় ঘটনাটি তার নজরে পড়লে শিশুটিকে ছেড়ে দেয় মহারাজ।
এই বিষয়টি ভিকটম শিশু তার মাকে জানায়।
শিশুটি মা বলেন, মেয়ের কাছ থেকে ঘটনা শুনে সকালে স্কুলে গিয়ে শিক্ষকদের এবং সাবেক মেম্বর শহিদুল ইসলামকে জানাই। তারা পুলিশকে খবর দেন। এই ঘটনার মাস তিনেক আগে আমার ১০ বছরের প্রতিবন্ধী মেয়েকেও ধর্ষণের চেষ্টা করেছিল এই মহারাজ।
সেসময় তার মা-বাবা হাতেপায়ে ধরে ক্ষমা চাওয়ায় রক্ষা পায় সে।
স্থানীয় বাসিন্দা রফিক খলিফা, আবুল খলিফাসহ অনেকেই অভিযোগ করে বলেন, মহারাজ খুবই বাজে এবং বিকৃত মানসিকতার ছেলে। তার কারণে গ্রামের নারী এবং মেয়েরা সবসময় আতঙ্কে থাকে। তারা গোসল করতে গেলে গোসলখানার পাশে, খালের পাড়ে ওঁৎ পেতে থাকে মহারাজ। নানা রকম উত্তেজনামূলক অঙ্গভঙ্গি করতে থাকে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মহারাজকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। মামলা রেকর্ড হলে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট পাঠানো
শরণখোলা প্রতিনিধি
০১৯৮২৪৯৮০০০
১৮/০৭/২০২২