শরণখোলা উপজেলা সদরে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি!

জাতীয়

ফরিদুল ইসলাম,
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :

উপজেলা সদর থেকে মাত্র আধা কিলোমিটার দূরে সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কের পাশে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে। সোমবার ১১ সেপ্টেম্বর দুপুরে বাগেরহাটের শরণখোলা সদর উত্তর কদমতলা গ্রামে আসাদ জামানের ভাড়াটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পত্তি সিদ্দিকুর রহমান ও হাসি আক্তারের ফ্লাটে এ ঘটনা ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সকাল ৮টার দিকে স্বামী-স্ত্রী যার যার কর্মস্থলে চলে যায়। পরে, ঘরে থাকা ওই দম্পত্তির ড্যাফেডিল ইউনিভার্সিটিতে পড়ুয়া একমাত্র পুত্র তাওহিদ সাড়ে ৮টার দিকে ঘর তালাবদ্ধ করে ব্যক্তিগত কাজে বাইরে চলে যায়। ঘন্টা দুয়েক পরে তাওহিদ বাসায় আসলে ঘরের দরজার তালা ও সিটকানী ভাঙ্গা দেখতে পায়। ধারনা করা হচ্ছে আলমারী খোলা থাকায় মূল্যবান প্রায় আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি চোরেরা ভবন মালিক আসাদ জামানের কক্ষে প্রবেশ করায় আলমারী ভাঙ্গা পাওয়া গেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. ইকরাম হোসেন জানান, ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে চোর চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ###

শরণখোলা, বাগেরহাট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *