শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সোয়া ৯টার দিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দলটি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরী ও ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সিট ভাগাভাগি করে ফলাফল নির্ধারণ করা হচ্ছে। ‘এটা কোন নির্বাচন নয়। পত্রিকায় আপনারা প্রতিদিন দেখছেন এখানে ভোট ভাগাভাগি হচ্ছে। ৭ জানুয়ারি ভোটের ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে। এ দিন কোন নির্বাচন হবে না। সেটা দেশের মানুষের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়ে গেছে।
শেয়ার করুন