শহীদ সাংবাদিক তুরাব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিলেট

জুলাই বিপ্লব চলাকালীন দায়িত্বরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরীর একটি অভিজাত পাটি সেন্টারে দৈনিক জালালাবাদের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের অবদানের কথা স্মরণ করেন। তারা তুরাব হত্যার দ্রুত বিচার এবং নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় প্রস্তাবিত শহীদ তুরাব চত্বর দ্রুত সরকারিভাবে বাস্তবায়নের দাবি জানান।

এসময় সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান রেজা-উন-নবী তুরাব চত্বর বাস্তবায়নের আশ্বাস দেন।

জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল এবং মাহফিলে দোয়া পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নূরুজ্জামান আল মাদানী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার খানরেজা-উন-নবী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সেক্রেটারি ইমদাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক, সিলেট জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, আমার দেশ-এর ব্যুরো প্রধান খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, প্রভাত বেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নোবেল, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ এবং দৈনিক জালালাবাদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরল ইসলাম বাবুল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *