স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জ বিএনপির শান্তিপূর্ণ জনসভায় পুলিশের বুলেটর আঘাতে শহীদ মীর কাদিম পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক যুব নেতা শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে সারাদেশে যুবদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোর জেলা যুবদল আজ (২৪ সেপ্টেম্বর) শনিবার শহরের লালদিঘীর পাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
যশোর যুবদলের সভাপতি তমাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত যশোর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সুযোগ্য আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব দেলোয়ার হোসেন খোকন, সদস্য জনাব আব্দুস সালাম, নগর বিএনপির সভাপতি জনাব রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক জনাব এহসানুল হক সেতু সহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতা-কর্মীবৃন্দ।
বক্তরা মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনসহ ভোলা জেলা ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান নিহত হওয়ার ঘটনায় সরকার ও পুলিশের তীব্র সমালোচনা করেন এবং সারাদেশে বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের হামলার তীব্র নিন্দা জানান।
বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,বাংলাদেশ মায়ানমার সীমান্তে অস্থিতিশীলতার সমালোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকারকে দিতে বাধ্য করার জন্য বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের আহ্বান জানান।