ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবারো ঐতিহ্যবাহী এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার(২ ডিসেম্বর) সকাল ১০ টায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে এই মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সদর উপজেলার ৮৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকালে মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ওসি খালেদ চৌধুরী, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মদনমোহন রায়, মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিহার রঞ্জন দাস, জেলা পরিষদ সদস্য ও ডুংরিয়া উত্তরণ ক্লাবের সভাপতি মনিরুজ্জামান বারী সুজন, উত্তরণ ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট নূর আলম প্রমুখ।
শেয়ার করুন