সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার সংলগ্ন পাগলা জামি’আ ইসলামিয়া মাদ্রাসার সামনে পিকআপ ভ্যান ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
এসময় দুর্বৃত্তরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করে। শনিবার রাত ৮টায় এই ঘটনা ঘটে।
চালক মোবারক হোসেন জানান, দিরাই থেকে পিকআপ নিয়ে তিনি সিলেট যাচ্ছিলেন। পাগলা বাজার সংলগ্ন পাগলা জামি’আ ইসলামিয়া মাদ্রাসার সামনে আসামাত্র হঠাৎ ১৫/২০ জনের একটি দল ঢিল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে পিকআপের উপর আক্রমণ করে। এসময় দুর্বৃত্তরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করে। এরপর দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত হচ্ছে।
শেয়ার করুন