শান্তি সমাবেশ সফল করার লক্ষে সিলেট জেলা আ’লীগের পরামর্শ সভা অনুষ্ঠিত

সিলেট

 

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আগামী ৪ ফেব্রুয়ারি, শনিবার, বিকেল ৩টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠেয় আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষে আজ বাদ এশা মাছুদিঘীরপারস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর সঞ্চালনায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় শান্তি সমাবেশ কে সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, মোঃ আব্দুল বারী, এডভোকেট মনসুর রশীদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *