শাপলা হত্যাকাণ্ডে শহীদদের তালিকা প্রকাশের আহ্বান হাসনাতের

রাজনীতি

হেফাজতে ইসলামের নেতাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, আজকে এখান থেকে আপনারা শহীদদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন। হাসিনার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি ও আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে এই মহাসমাবেশ করছে সংগঠনটি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাযা হয়েছে দিল্লিতে। শহীদদের রক্তের উপর দাড়িয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হচ্ছে দেশের সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।

তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরও অনেকে আমাদেরকে বার বার করে মনে করিয়ে দেয়, আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল। আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্তে আসার এখতিয়ার নাকি তাদের নেই। ড. মুহাম্মদ ইউনূস কয়েকদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ড. মুহাম্মদ ইউনূস আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও হাসিনার পুনর্বাসনের প্রতি ৫ আগস্ট মানুষ লাল কার্ড দেখিয়েছে। আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। যে আওয়ামী লীগ আমাদের দাঁড়ি-টুপিওয়ালা ভাইদেরকে বায়তুল মোকাররমের সামনে থেকে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না।

হাসনাত বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটি একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধের মধ্য দিয়ে আমরা সংস্কার করতে চাই।

নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আলেম ওলামাদের অভিযোগ গুলোকে এড্রেস করার আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, অপ্রয়োজনীয় সংস্কারগুলোকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে যদি নারীদের অধিকার নিশ্চিত হয়, সম্মান নিশ্চিত হয় সেগুলো আপনি করুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *