শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এ বছরের ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করা হয়েছে।” এছাড়া ভর্তি কার্যক্রমের পরবর্তী ধাপ ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদেরসহ শিক্ষক-কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *