শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি

সিলেট

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৪ এর তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ৩ জানুয়ারি বিকেল ৪টার মধ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশ এবং ৮ তারিখ খসড়া সংশোধন করা হবে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১০ জানুয়ারি বিকাল ৩টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে; এদিন বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১১ জানুয়ারি বিকাল ২টায়। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৪ জানুয়ারি দুপুর ১২ টা পর্যন্ত। ওইদিন বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৮ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *