শাবি শিক্ষক সমিতির সভাপতি কবীর হোসেন, সম্পাদক মাহবুবুল হাকিম

সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফরহাদ হাওলাদার।

নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল এবং যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম।

এছাড়া ছয়টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন, এফইটি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মো. ওমর ফারুক, আইআইসিটির সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. ফরহাদ রাব্বি এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাজাহান মিয়া।

তবে আলাদা দুটি প্যানেল দিলেও এবারের নির্বাচনে ‘বিএনপি-জামায়াত’ এবং ‘বিএনপিপন্থী’ দুই প্যানেলের কোন প্রার্থীই জয়লাভ করতে পারেন নি।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এবারের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৪ জন শিক্ষক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *